চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চীনা শেয়ারের টাকা সদস্যদের কাছে হস্তান্তর

চীনের কাছে নিজেদের ২৫ শতাংশ শেয়ার বিক্রি থেকে পাওয়া ৯৪৬ কোটি টাকা ডিএসই শেয়ারহোল্ডারদের কাছে হস্তান্তর শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই টাকা পুঁজিবাজারে বিনিয়োগ হবে বলে জানিয়েছে ডিএসইসহ সংশ্লিষ্টরা।

গত ৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই তাদের মালিকানার ২৫ শতাংশ শেয়ার চীনের দুই স্টক এক্সচেঞ্জের কাছে বিক্রি করে। টাকা প্রাপ্তি ও এনবিআরের কর সংক্রান্ত নানা আনুষ্ঠানিকতা শেষে বিক্রির ৯৪৬ কোটি টাকা নিজেদের শেয়ারহোল্ডারদের কাছে হস্তান্তর শুরু করেছে ডিএসই। পুঁজিবাজারের তারল্য সরবরাহে এটি ভূমিকা রাখবে বলে মনে করে ডিএসই।

নিজেদের পাওনা টাকার অংশ চেকের মাধ্যমে নিয়ে যাওয়া শুরু করেছেন ব্রোকারেজ হাউস মালিকরা।

এদিকে বুধবার ডিএসইতে সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানীর শেয়ারের দাম ও লেনদেন।