চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চীনা বিপ্লবে এসি মিলানের কাছে বায়ার্নের বড় হার

টানা কয়েক মৌসুম ধরে ধুঁকতে থাকা এসি মিলানকে কিনে নিয়ে পালটে ফেলার ঘোষণা দিয়েছিলেন ক্লাবটির নতুন চীনা মালিক। একের পর এক খেলোয়াড় কিনে নতুন করে দল সাজান তিনি। অর্থ যে অপাত্রে খরচ হয়নি তারই প্রমাণ রাখলেন খেলোয়াড়রা।

শনিবার প্রাক-প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ‘নতুন’ এসি মিলান।

বাভারিয়ানদের উড়িয়ে দিতে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ছিলেন মিলানের নতুন তারকা প্যাট্রিক কুট্রোনে। ম্যাচের ২৫ এবং ৪৩ মিনিটে করেছেন জোড়া গোল। গোল আছে ক্লাবের আরও দুই নতুন রিক্রুট ফ্রাঙ্ক কেসি এবং হাকান চালানগোলুরও।

২০১১ সালের পর আর সিরি আ জেতা হয়নি ক্লাবটির। গত তিন মৌসুমে লিগ শেষ করেছে সপ্তম, দশম এবং অষ্টম স্থানে থেকে।

সাবেক মালিক সিলভিও বারলুসকোনির কাছ থেকে কিনে নিয়েই আমূল পরিবর্তন করা শুরু করেছে নতুন মালিকানা পক্ষ রোজেনরি স্পোর্টস ইনভেস্টমেন্ট লাক্স কোম্পানি। ৪২ মিলিয়ন ইউরো দিয়ে দলে টানা হয়েছে জুভেন্টাসের লিওনার্দো বোনুচ্চিকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্দ্রে সিলভাকেও পেতে বিশাল অর্থ খরচ করতে হয়েছে মিলানকে।