চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চিলি ম্যাচে শুরু আর্জেন্টিনার কোপা মিশন

চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা-২০২০’র মিশন। এই আসরে আমন্ত্রিত দল হিসেবে খেলবে কাতার ও অস্ট্রেলিয়া।

চলতি বছর কোপার ‘স্পেশাল’ আসরেও অতিথি দল ছিল ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। তাদের সঙ্গে অন্য অতিথি দল ছিল জাপান। ব্রাজিলে বসা আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। চিলিকে হারিয়ে তৃতীয় হয়েছিল আর্জেন্টিনা।

সাউথ আমেরিকা ফুটবল সংস্থা (কনমেবল) মঙ্গলবার কোপার আসন্ন আসরের ড্র’র কথা জানায়। কলম্বিয়ার সঙ্গে মিলে কোপার আসরটি আয়োজন করবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে চিলির বিপক্ষে। ১২ জুন ওই ম্যাচ হবে বুয়েন্স আয়ার্সে। গ্রুপপর্বেই দেখা হবে মেসির বন্ধু ও বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে। একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা-উরুগুয়ে।

দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। যার মধ্যে ১০টি দল সাউথ আমেরিকার এবং বাকি দুটি অতিথি দল। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে থাকছে বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে ও অতিথি অস্ট্রেলিয়া।

‘বি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু এবং অতিথি কাতার।

টুর্নামেন্ট হবে মোট ৩৮ ম্যাচের। আর্জেন্টিনায় শুরু হয়ে এক মাসের বেশি সময় ধরে চলা আসরের ফাইনাল হবে কলম্বিয়ার বারানকুইলাতে।