চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চিলিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি করেও প্রত্যাহার

চিলির দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা তুলে নেয়া হয়েছে। বাংলাদেশ সময় রোববার রাত ৮.২২টায় কুয়েলনের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত চিলোয়ি দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূকম্পনের মাত্রা ৭.৬ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

রোববার ওই ভূমিকম্পের পর এর উৎপত্তিস্থলের ১ হাজার কিলোমিটার এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি হয় এবং প্রায় ৪ হাজারের মতো অধিবাসীকে এলাকা থেকে সরিয়ে নেয়া হয়।

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে এই সতর্কতা জারির পর চিলির নৌবাহিনীও সুনামি সতর্কতা জারি করে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় কুয়েলনের প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটির ১৫ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলছে।

চিলিতে প্রাণঘাতী বহু ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস আছে। ২০১০ সালে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় উপকূলে ৮.৮ মাত্রার এমনই এক ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে উপকূলীয় শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল।