চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চিকিৎসা নিতে গিয়ে দেশের ৬৪ লাখ মানুষ দরিদ্র হয়ে পড়ে

চিকিৎসাসেবা নিতে গিয়ে বাংলাদেশে প্রতিবছর ৬৪ লাখ মানুষ দরিদ্র হয়ে পড়ছে। সংসারে বাড়তি অর্থ না থাকায় বহু মানুষ ক্যান্সার ও কিডনি ফেইলরের মতো রোগের চিকিৎসা ব্যয় মেটাতে পারছে না।

ঢাকার আইসিডিডিআরবি আয়োজিত এক বৈজ্ঞানিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তথ্য থেকে বেড়িয়ে আসে বাংলাদেশে স্বাস্থ্যসেবা পরিস্থিতি। শিশু স্বাস্থ্যসহ ২৫টি গবেষণা প্রতিবেদন ও নিবন্ধন উপস্থাপন করা হয় সম্মেলনে। চিকিৎসক, শিক্ষক ও বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার ওপর আলোচনায় অংশ নেন।