চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাষি, খামারি ও উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করবে সরকার

দেশের প্রান্তিক পর্যায়ের চাষি, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোলট্রি বাজারজাত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণে সকল জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

করোনাভাইরাসের পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের প্রাণিজ পণ্য প্রাপ্তির চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে বুধবারএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা ও খামারিদের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণের জন্য বলা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে তা মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।