চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চারুলতাকে দেয়া কথা রেখেছেন কোহলি

বাংলাদেশ-ভারত ম্যাচে এজবাস্টনের গ্যালারিতে আলো হয়ে ছিলেন চারুলতা প্যাটেল। ৮৭ বছর বয়সে মাঠে খেলা দেখতে এসে নজর কেড়ে নেন সবার। ম্যাচ শেষে তার কাছে এসে আশীর্বাদ নিয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মা। তখনই তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন কোহলি। হেডিংলিতে এসে সেই কথা রেখেছেন ভারত অধিনায়ক।

এজবাস্টনে চারুলতাকে কোহলি কথা দিয়ে এসেছিলেন, লিডসে তাকে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দেখার সমস্ত ব্যবস্থা করে দেবেন। সে কথা তো রেখেছেনই, সঙ্গে দিয়েছেন একটি চিঠি। চিঠিতে ভারত অধিনায়ক লিখেছেন-

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘প্রিয় চারুলতা,
আমাদের দলের জন্য আপনার ভালোবাসা ও আবেগ খুবই অনুপ্রেরণাদায়ী। আমি আশা করবো আমাদের বাকি খেলাগুলোও আপনি ও আপনার পরিবার আনন্দের সঙ্গেই উপভোগ করবেন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা- বিরাট।’

কোহলির এই চিঠি পরে টুইটারে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে চারুলতাকে ‘সুপার ফ্যান’ হিসেবে উল্লেখ করেছে বিসিসিআই।