চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাকরির আবেদন ফি কমানোসহ বিভিন্ন দাবিতে রাবিতে মানববন্ধন

যেকোনো চাকরির আবেদন ফি ১০০টাকা করাসহ চার দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের  প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।

চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ী বৃদ্ধি, নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও জালিয়াতি বন্ধ, প্রিলি ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করার দাবিও জানানো হয়।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খাইরুল ইসলাম বলেন, ‘‘আমরা এই মানববন্ধনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি ও যুক্তিগুলো প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করতে চাই। আমাদের প্রধান একটি দাবি হলো চাকরিতে আবেদন ফি কমানো। আমরা শিক্ষার্থী, থাকা খাওয়ায় আমাদের অনেক টাকা চলে যায়, এর মধ্যে এক একটা আবেদন ফি দুই-তিন হাজার টাকা। আমরা কিভাবে ফর্মগুলো পূরণ করবো। তাই আমাদের দাবি সকল পরীক্ষার আবেদন ফি ১০০ টাকার মধ্যে নিয়ে আসা হোক।’’

রাবির আরেক সাবেক শিক্ষার্থী কামরুজ্জামান বলেন, ‘‘আমাদের আশেপাশের প্রায় ৪০ টি দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর বা তারও উর্ধ্বে আছে। অথচ বাংলাদেশে এ নীতি কখনো অনুসরণ করা হয় না। স্বজনপ্রীতি থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস এগুলো নিত্য ঘটনায় পরিণত হয়েছে। অনেকে ভালো পড়াশোনা করেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর ইদানিং আমরা দেখতে পাচ্ছি একই সময়ে একাধিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এতে করে আমরা টাকা দিয়ে আবেদন করেও পরীক্ষা দিতে পারছি না। যা আমাদের সাথে প্রতারণার সামিল। এমন প্রতারণা দ্রুত বন্ধ করতে হবে।’’

কর্মসূচিতে আজিজুল হক কলেজের শিক্ষার্থী আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শিবলী নোমান, ইসরাত জাহান, নবাব সিরাজউদৌলা কলেজের শিক্ষার্থী বেলাল উদ্দিন প্রমুখ। এ সময় রাজশাহী বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ হিসেবে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।