চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাঁদের বুকে রহস্যময় কুঁড়েঘরের সন্ধান

চীনের গবেষণা প্রতিষ্ঠান ইয়াতু-২ রোভার চাঁদের বুকে থাকা একটি বস্তুর রহস্যময় সন্ধান পায় । বস্তুটি দেখতে কিছুটা ঘরের মত আকৃতির হওয়ায় চীনা বিজ্ঞানীরা একে রহস্যময় কুঁড়েঘর নামে অভিহিত করেছে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের অনুমোদন প্রাপ্ত চ্যানেল স্পেস.কম এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওই প্রতিবেদন অনুযায়ী চাঁদে পৌঁছানোর প্রায় দুই বছর পর এই রহস্যময় বস্তুর সন্ধান পেয়েছে ইয়াতু-২ রোভার। স্পেস.কম জানিয়েছে আচমকা উত্তরের আকাশে এই রহস্যময় বস্তুটি দেখা গিয়েছে। বস্তুটি এমন ভাবে আছে দেখে মনে হচ্ছে কুঁড়েঘর।

ভন কারমার ক্রেটারে কাজ চালাচ্ছে ইয়াতু২ রোভার। একে চাঁদের অন্যতম বৃহৎ ও গভীরতম গর্ত বলে দাবি করা হয়েছে । ভন কারমার ক্রেটারে ঘোরাফেরা করছিল রোভারটি, সেই সময়ই উত্তর দিগন্তের দিকে রোভার থেকে ৮০ মিটার দূরে ওই রহস্যজনক বস্তুটি দেখতে পাওয়া গিয়েছিল। উল্লেখ্য ২০১৮ সালে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ইয়াতু২ রোভার ।