চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ-পথে ডুবোচরে নাব্য সংকট

ডুবোচর আর নাব্য সংকটে চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডুবোচরের কারণে ১০টি ঘাটের মধ্যে চারটিতেই লঞ্চ ভিড়তে পারছে না। নদীতে আটকে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। 

চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ রুটে গজারিয়া, ষাটনল, ছটাকী, দশানী, মহোনপুর, এখলাছপুর, জহিরাবাদ, আমিরাবাজ, কানুদী ও সফরমালীঘাটসহ ১০টি ঘাট রয়েছে। এই রুটের ষাটনল, ছটাকী, কানুদী, সফরমালী ৪টি ঘাটে নদীর নাব্য সঙ্কটে লঞ্চ ভিড়ানো সম্ভব হচ্ছে না। মাঝ নদীতে নৌকা দিয়ে লঞ্চ থেকে যাত্রীদের উঠানামা করানো হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। প্রায় ঘটছে দুর্ঘটনা।

লঞ্চ মালিক কর্তৃপক্ষ চরগুলো খননের দাবি জানিয়েছে। চাঁদপুর বিআইডাব্লিউটি বলছে, আগামী শুষ্ক মৌসুমে ডুবোচর খননের ব্যবস্থা নেয়া হবে।

দুর্ভোগ কমাতে দ্রুত ডুবোচরগুলো খননের দাবি লঞ্চ যাত্রীদেরও।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: