চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চলে গেলেন ‘ব্যাটম্যান’ নির্মাতা জোল শুমাখার

ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই করে অবশেষে হার মানলেন হলিউড নির্মাতা জোল শুমাখার। সোমবার নিউ ইয়র্কে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করলেন এই গুণী নির্মাতা।

কস্টিউম ডিজাইনার থেকে নির্মাতা বনেছিলেন জোল শুমাখার। নির্মাণ করেছিলেন ‘ব্যাটম্যান ফরেভার’, ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’, ‘দ্য লস্ট বয়েজ’, ‘সেন্ট এলমোজ ফায়ার’, ‘ফলিং ডাউন’-এর মতো জনপ্রিয় ছবি।

নব্বইয়ের দশকে ‘সেন্ট এলমোজ ফায়ার’ সিনেমার সাফল্যের পর সবার নজরে আসেন জোল শুমাখার। এরপর তিনি নির্মাণ করেন ভ্যাম্পায়ার হরর-কমেডি ‘দ্য লস্ট বয়েজ’। এই ছবিও দর্শকপ্রিয়তা পায়। এরপর একে একে ‘ফ্ল্যাটলাইনারস’ এবং ‘অ্যা টাইম টু কিল’ নির্মাণ করেন। এরপর ডিসি ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে নির্মাণ করেন ব্যাটম্যান সিরিজের দুটি সিনেমা। এছাড়াও তিনি নির্মাণ করেছেন থ্রিলার ঘরানার ‘টাইগারল্যান্ড’, ‘ফোন বুথ’ এবং ‘দ্য ফ্যান্টম অব দ্য অপেরা।’ ইন্ডিয়ান এক্সপ্রেস