চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চলে গেলেন ঈগল গিটারিস্ট

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ঈগল ব্যান্ডের গিটারিস্ট গ্লেন ফ্রে মারা গেছেন। রিউম্যাটয়েড (গ্রন্থিপ্রদাহ), কোলাইটিস এবং নিউমোনিয়াসহ বেশ কয়েকটি জটিল রোগে ভোগার পর সোমবার নিউইয়র্কে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্যান্ড ঈগল।

ব্যান্ডের সদস্যরা ফ্রে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, তার মৃত্যুতে শোক জানানোর মতো কোনো ভাষা নেই। তিনি আমাদের জন্য যা করেছেন সে জন্য তার প্রতি সম্মান ও ভালোবাসা রইলো।

১৯৭০’র দশকে সফল ব্যান্ডদল গুলোর মধ্যে অন্যতম ছিলো ঈগল। ১৯৭৬ সালের বিখ্যাত ‘হোটেল ক্যালির্ফোনিয়া’ সহ একাধিক হিটগানের জন্য বিখ্যাত হয়েছে আছে ব্যান্ডটি। এছাড়া ‘হার্টিস টু নাইট এবং লিন আইস’ এই ব্যান্ডের বিখ্যাত গান।

ঈগলের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ফ্রে। ১৯৭১ সালে ডন হেনলি, বার্নি লিয়েডন এবং র্যা ন্ডি মেইসনারকে নিয়ে এই ব্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বিশ্বজুড়ে ঈগলসের ১৫০ মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে।