চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চলন্ত ট্রেনের সামনে নারীকে ধাক্কা

বেলজিয়ামে চলন্ত ট্রেনের সামনে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে ওই নারী প্রাণে বেঁচে গেছেন। স্টেশনের সিসিটিভি ফুটেজ প্রকাশের পর ঘটনাটি জানাজানি হয়।

আরটি ওয়েবসাইটের বরাতে এনডিটিভি জানিয়েছে, তিনদিন আগে (শুক্রবার)  বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের রোজারিও স্টেশনে এ ঘটনা ঘটে ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণ প্লাটফর্মে ট্রেন আসার আগে থেকেই আস্থির হয়ে পায়চারি করছিলেন। ট্রেনটি আসার পরপরই সে দৌড়ে গিয়ে ওই নারীটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। চালক তা দেখে ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। এতে বড় কোনো আঘাত ছাড়াই সেই নারী বেঁচে যান।

এই ফুটেজ এরই মধ্যে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবাই ট্রেন চালকের প্রশংসা করেছেন।

ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া তরুণের এই কাজের পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য ছিল কি না এবং ঘটনার সময়ে তার মানসিক অবস্থা কেমন ছিল; তা জানতে একজন মনোরোগ বিশেষজ্ঞকে নিয়োগ করেছে কর্তৃপক্ষ।