চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চলতি মাসেই শেষ হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষ্যগ্রহণ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষ্য দেয়া শুরু করেছেন সর্বশেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা। বেগম খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে করা ওই মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এ ট্রাস্টের নামে অবৈধ লেনদেনের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে ২০১১ সালে মামলা করে দুদক। গত বছরের ১৯ মার্চ এ মামলায় আসামীদের বিরুদ্ধে চার্জগঠন করেন তৃতীয় বিশেষ জজ আদালত।

সেই থেকে মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩১ জন। সোমবার সর্বশেষ সাক্ষ্য দেয়া শুরু করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ।

মামলাটি দ্রুত শেষ করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ আসামীপক্ষের।

আসামীপক্ষের একজন আইজীবী বলেন, ‘এটা সম্পূর্ণ একটা প্রাইভেট ফান্ড। এখানে সরকার কোন টাকা দেয় না। তাই সরকার জবাবদিহিও চাইতে পারে না। সরকার সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা স্বার্থে এটা করছে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত যারাই সাক্ষ্য দিতে এসেছেন; কেউই অভিযোগ করেনি বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন এখান থেকে অর্থ আত্মসাত করেছে।

এদিন খালেদা জিয়ার হাজিরার দিন থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি হাজির হতে পারেননি বলে আদালকে জানান তার আইনজীবীরা।