চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চলচ্চিত্রের দুঃসময়ে নায়করাজকে স্মরণ করলেন শাকিব

একে তো করোনার প্রকোপ, তার মধ্যেই চলচ্চিত্রে মন্দা হাওয়া! কাজ নিয়ে ব্যস্ত না থাকলেও চলচ্চিত্রের সংগঠন নিয়ে তৎপর ইন্ডাস্ট্রির মানুষজন। ঠিক সেই সময়ে কিংবদন্তী চলচ্চিত্র ব্যক্তিত্ব নায়করাজ রাজ্জাককে স্মরণ করলেন জনপ্রিয় নায়ক শাকিব খান।

মঙ্গলবার রাতে শাকিব তার অফিসিয়াল ফ্যান পেজে প্রয়াত রাজ্জাকের উপস্থিতির অভাব বোধ করে একটি পোস্ট দেন। যেখানে তিনি লিখেছেন, চলচ্চিত্রের এই দুঃসময়ে সত্যি আজ আপনার কথা খুব মনে পড়ছে।

শাকিব লিখেছেন, আপনি বেঁচে থাকলে আপনাকে সঙ্গে নিয়ে হয়তো চলচ্চিত্রকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারতাম এবং সব সমস্যার খুব দ্রুত সমাধান করে ফেলতাম। হে পরম শ্রদ্ধেয় ওপারে অনেক ভালো থাকেন, শান্তিতে থাকেন আমাদের নায়করাজ রাজ্জাক।

শুধু চলচ্চিত্রের দুঃসময়ে নয়, শাকিব খান সবসময়ই নায়ক রাজ্জাককে তার আদর্শ মানেন। ঠিক তেমনই চলচ্চিত্রের দর্শক রাজ্জাকের উত্তরসূরি হিসেবে খুঁজে পান সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়ক শাকিব খানকে।

একাধিক সাক্ষাতকারে শাকিব খান বলেছেন, তার ক্যারিয়ারে নায়করাজের নানা পরামর্শ শক্তি যুগিয়েছে, নানা দুঃসময়ে তার কথায় সাহস পেয়েছেন।