চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চমক দিয়েই শপথ নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডায় দশ বছরের রক্ষণশীল শাসনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন উদারপন্থী নেতা জাস্টিন ট্রুডো। শপথ নিয়ে স্বচ্ছতা-জবাবদিহিতায় রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছেন তিনি।

নতুনত্বে, ব্যতিক্রমী ভাবধারায় বিশ্বাসী ৪৩ বছর বয়সী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্ত্রীসভাতেও আছে চমক। ৩৫ থেকে ৫০ বছর বয়সীদের নিয়ে মন্ত্রীসভা গঠনের মাধ্যমে তারুণ্যের জয়গানই গাইলেন এই লিবারেল নেতা।

প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গুরুদায়িত্ব তুলে দিয়েছেন শিখ সম্প্রদায়ের হারজিৎ সজ্জন’কে। কারণ মন্ত্রী হবার আগে কানাডী সেনা সদস্য এবং পুলিশের গোয়েন্দা কর্মকর্তা ছিলেন হারজিৎ।

একই সঙ্গে ৩০ সদস্যের মন্ত্রীসভায় ‘জেন্ডার ব্যালেন্স’ বা নারী-পুরুষ ভারসাম্য এনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। কেনো এই ভারসাম্য? শপথ গ্রহণ শেষে এমন প্রশ্নের জবাবে টগবগে জাস্ট্রিন ট্রুডোর ঝটপট উত্তর,“ কারণ এটা ২০১৫”।