চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চন্দ্রিমা উদ্যানের শতাধিক গাছ উপড়ে গেছে

গভীরে শেকড় না থাকায় কিছুদিন আগের ঝড়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের একশ’র বেশি গাছ উপড়ে গেছে। এসব গাছ সরিয়ে নিয়ে ক্ষতিগ্রস্ত বাগান সংরক্ষণের কাজ করছে গণপূর্ত অধিদপ্তর।

বিশেষজ্ঞরা এ ফাঁকা জায়গায় দেশি গাছের বীজ ছিটিয়ে বৃক্ষ জন্মানোর পরামর্শ দিচ্ছেন।

কয়েকদিন আগের ঝড়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের একশ’র বেশি বৃক্ষ উপড়ে গেছে। এগুলোর বেশিরভাগই বিদেশি ও বয়সী গাছ। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে বৃষ্টিতে মাটি নরম হয়ে পড়ে, অন্যদিকে চারা থেকে বড় হওয়া এসব গাছের শেকড় গভীরে না থাকায় সহজে পড়ে যায়।

বৃক্ষগুলো উপড়ে পড়ায় ৭৪ একরের উদ্যানের বেশির ভাগই এখন ফাঁকা। ক্ষতি হয়েছে উত্তর প্রান্তের প্রাচীরেরও।

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের অংশ এ ছায়ানিবিড় সবুজ উদ্যানকে মহাপরিকল্পনার আওতায় এনে টেকসই বৃক্ষসম্ভার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: