চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রামে সর্বোচ্চ ১,৩১৫ শনাক্ত, মৃত্যু ১৭

চট্টগ্রামে কোভিড-১৯ এর সংক্রমণে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ১ হাজার ৩১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা এই অঞ্চলে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৭ শতাংশের বেশি। একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১৭ জন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৯ হাজার ৭৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৪৯ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৫৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৫৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন শহরের, অপর নয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ পাওয়া গেছে বলে জানা গেছে।

তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে ঢাকায় রোগীর নমুনা পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার পরে এ মহিলার শরীরে ব্ল্যাক ফ্যাঙ্গাসের উপসর্গ দেখা দিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

করোনা আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে অক্সিজেন সাপোর্টের কোনো শয্যা কিংবা আইসিইউ খালি নেই।

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৭৯২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯১৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল প্রায় ৩৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১৭ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।