চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন; নির্মাণ শ্রমিক আলাউদ্দিন আলো (২৮) এবং নিজাম উদ্দিন।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানিয়েছেন, পাহাড়তলীতে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আলাউদ্দিন আলো।

নিজাম উদ্দিন নিহত হন সরাইপাড়া ওয়ার্ডে সংঘর্ষের সময়। বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

মূলত বুধবার ভোটগ্রহণ শুরুর কিছু সময় পর থেকে বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যায়।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে পাহাড়তলী ও লালখান বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংষর্ষে ১০ জন আহত হয়। ঘটনার সময় একাধিক মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।

সেই সংঘর্ষে আহত আলাউদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের লোকদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। সকালের দিকে ভোটারদের ভোট দিতে আসতে বাধা দেওয়া হয়েছে। এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

সিটি করপোরেশনের সবকটি কেন্দ্রে এবার প্রথমবার ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হচ্ছে।

আওয়ামী লীগ এবং বিএনপির দুই প্রার্থী ছাড়াও এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে আরো পাঁচ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল ৮ টায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট, চলবে বিকাল ৪টা পর্যন্ত।