চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চট্টগ্রামে দুধ, মাংস, ডিমসহ প্রাণীজ সম্পদ বাড়াতে কর্মশালা

চট্টগ্রাম বিভাগে দুধ, মাংস, ডিমসহ প্রাণীজ সম্পদ বাড়াতে প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ শনিবার ভেটেরিনারী এন্ড এ্যনিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত ‘জাতীয় কৃষিজাত প্রযুক্তি’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালায় এ গুরুত্বারোপ করা হয়।

চট্টগ্রামে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রকল্পের আওতায় চট্টগ্রামে দুধ, ডিম, মাংসসহ প্রাণীজ পণ্যের উৎপাদন ২০শতাংশ বৃদ্ধি পেয়েছে উল্ল্যেখ করে আগামীতে উৎপাদনশীলতা আরো বাড়াতে এবং মান ধরে রাখতে গুরুত্বারোপ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক। প্রকল্পের পরিচালক ডা. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের ট্রেনিং ও কমিউনিকেশন স্পেশালিস্ট ডা. মোহাম্মদ সালেহ উদ্দিন খানসহ চট্টগ্রাম বিভাগের জেলা ও সংশ্লিষ্ট উপজেলার সকল কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।