চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে আগুন

চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। রোববার বিকাল পৌনে ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রটির একটি ট্রান্সফরমারে আগুন লাগে বলে বিদ্যুৎ কেন্দ্র সুত্রে জানা গেছে।

বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমারে প্রথমে আগুন লাগে। পরে আরও একটি ট্রান্সফরমারেও আগুন ছড়িয়ে পড়েছে। মহানগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। 

বিদ্যুৎ কেন্দ্রটির কারেন্ট ট্রান্সফরমারে কারিগরি ত্রুটির কারণে আগুন ধরে যায় বলে জানা যায়। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের দুটি ট্রান্সফরমারের মধ্যে একটি পুরোপুরি পুড়ে যায়। 

৬০ মেগাওয়াট এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম ও আশেপাশের তিন জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। সন্ধ্যা নাগাদ কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। দু’এক দিনের মধ্যে শিকলবাহায় পুণরায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে জানানো হয়েছে।