চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রামের উইকেটেও ধুঁকছে উইন্ডিজ

২৯৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের বোতলবন্দী করে রেখেছেন বাংলাদেশের বোলাররা। দলের রান তিন অঙ্কে যাওয়ার আগেই মোস্তাফিজ-সাইফউদ্দিনরা তুলে নিয়েছেন ক্যারিবীয়দের ৫ উইকেট। খেলাও গড়িয়ে গেছে ২৬ ওভার।

এ প্রতিবেদেন লেখা পর্যন্ত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে উইন্ডিজের সংগ্রহ ৯৪।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মিরপুরের উইকেটে বোলাররা পেয়েছেন বাড়তি সুবিধা। ব্যাটিং ব্যর্থতার জন্য অজুহাত হিসেবে চাইলে উইকেটকে দুষতে পারেন! কিন্তু চট্টগ্রামের উইকেট তো বরাবরই রানপ্রসবা।

টস হেরে ব্যাটিং করেও বাংলাদেশ রেখে গেছে তার প্রমাণ। কিন্তু পারছে না ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে প্রথম দুই ওয়ানডেতে সফরকারী দল করেছিল ১২২ ও ১৪৮।

বড় বড় তারকা ক্রিকেটারদের ছাড়া বাংলাদেশ সফরে আসা উইন্ডিজ ব্যাটসম্যানদের খেলার ধরণ বলছে হারের ব্যবধান কমাতে লড়ছেন তারা।