চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঘূর্ণিঝড় নাডার প্রভাবে আমন ও শীতকালীন সবজির ক্ষতি

ঝড়ো হাওয়া এবং বৃষ্টিতে মাদারীপুর ও নোয়াখালীর উপকূলীয় এলাকায় রোপা আমন ক্ষেত ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় দ্রুত পাকা ধান কেটে ফেলতে কৃষককে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

মাদারীপুরের চার উপজেলায় প্রচন্ড ঝড়ো হাওয়া ও তিনদিনের টানা বৃষ্টিতে পাঁচ হাজার সাতশ’ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে।  এ অবস্থায় দ্রুত পাকা ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

ঘূর্ণিঝড় নাডার প্রভাবে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় নোয়াখালীর উপকূলীয় এলাকা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও সদরসহ ৯ উপজেলায় রোপা আমন ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সুবর্ণচরসহ উপকূলীয় এলাকার বিস্তীর্ণ ধান ক্ষেতের অধিকাংশই পানিতে ডুবে গেছে।

জমির পানি পুরোপুরি নিষ্কাশন না হওয়ায় এখনই ক্ষতির পরিমান নিরূপন করা সম্ভব নয়, জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগের হিসেবে নোয়াখালীর নয় উপজেলায় চলতি আমন মৌসুমে এক লাখ ৫৪ হাজার পাঁচশ’ ৪১ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। সবজি আবাদ হয়েছে দু’হাজার পাঁচশ’ হেক্টরে ।