চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঘূর্ণিঝড় ‘উইনস্টন’র তাণ্ডবে ১৭ জনের মৃত্যু

দ্বীপ রাষ্ট্র ফিজিতে ঘূর্ণিঝড় ‘উইনস্টন’র তাণ্ডবে এ পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘূর্ণিঝড়কে দক্ষিণ গোলার্ধের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

রোববার দিনগত রাতে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ফিজি ব্রডকাস্টিং কর্পোরেশন এক খবরে জানায়, মৌসুমী ওই ঘূর্ণিঝড়টি ফিজি থেকে সরে গেলেও তিনশ দ্বীপের দেশটির বিভিন্ন স্থানে ধ্বংসের তাণ্ডব চালায়।

টাইফুন ওয়ার্নিং সেন্টারের বরাত দিয়ে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ফিজিতে ‘উইনস্টন’র আঘাতের সময় ঘণ্টায় সর্বোচ্চ ২৯৬ কিলোমিটার (১৮৪ মাইল) বেগে বাতাস বয়ে যায়।

দু’দিন বন্ধ থাকার পর সোমবার দেশটির বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। তবে সেখানকার স্কুলগুলো অন্তত আরও এক সপ্তাহ বন্ধ থাকবে।

ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আগেই ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা তার দেশে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেন। সেই জঙ্গে দেশব্যাপী কারফিউও জারি করা হয়।