চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঘাটাইলে ‘আমন ধান-চাল’ সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলের ঘাটাইলে ‘আমন ধান-চাল’ সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার ২৭ নভেম্বর সকাল দশটায় ঘাটাইল খাদ্য গুদাম প্রাঙ্গনে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মো. আতাউর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান খান বলেন, ‘সরকারি বিধি মোতাবেক কৃষক ও মিলাররা যেন খাদ্য গুদামে ধান-চাল সরবরাহ করেন। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম কাতারে নিয়ে গেছেন। এখন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ধান-চালের গুনগত মান ধরে রাখতে হবে।’

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন বলেন, কৃষকেরা কোন রকম হয়রানি ছাড়াই যেন খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারে, সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

খাদ্য গুদাম কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ জানান, আমন মৌসুমে অনলাইনে আবেদনকৃত কৃষকদের মাঝ হতে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের থেকে এক হাজার ৮০ টাকা প্রতি মণে মোট ৮৬২ মেট্রিক টন ধান ও চুক্তিবদ্ধ চালকল মালিকদের থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে দুই হাজার ৫৭৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা, উপজেলা কৃষক লীগের আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী দুলাল, অটো মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল সরকার ।