চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঘরে বসে ভোট দেয়ার বিষয়েও ইসি’কে ভাবতে হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন: অনলাইনে ঘরে বসে কিভাবে ভোট দেয়া যায় সেই বিষয়েও নির্বাচন কমিশন (ইসি)-কে ভাবতে হবে।

সোমবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী।

এসময় তিনি বলেন: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-কে আরও আধুনিক করতে ধারাবাহিক গবেষণা চালাতে হবে।

নির্ভুল ভোটার তালিকা তৈরির ধারাবাহিকতা রেখে কেউ যেন অবৈধ ভোটার না হতে পারে সেই বিষয়ে ইসি’কে সজাগ থাকার পরমার্শ দেন আইনমন্ত্রী।

সোমবার জাতীয় ভোটার দিবসকে মুজিববর্ষ উপলক্ষে উৎসর্গ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার  ৫৩০ জন। আর নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন।

তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬০ জন। ভোটার বেড়েছে ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন।