চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঘরহারা সাব্বিরের আশ্রয় চট্টগ্রাম

জাতীয় দলে নেই, ঘরোয়ায় ভুল করে নিষিদ্ধ হন, হয় বড় আর্থিক জরিমানা। অপার সম্ভাবনার সাব্বির রহমান পথ হারান, ক্রিকেট নামের ঘরের আশ্রয় হারান, দিনকে দিন আড়াল থেকে আরও আড়ালে ডুবে যেতে থাকেন। বঙ্গবন্ধু বিপিএল দিয়ে ফের পথে ফেরার, ঘরে ফেরার সুযোগ তার।

বঙ্গবন্ধু বিপিএলের ২০২২ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতবেন মারকুটে ব্যাটার সাব্বির রহমান। সোমবার রাজধানীর একটি হোটেলে হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। সেখানে জাতীয় দল থেকে দীর্ঘ নির্বাসনে থাকা সাব্বিরকে দলে টেনেছে বন্দরনগরীর দলটি।

আগেই ফ্র‍্যাঞ্চাইজিটির সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তিনজন, আফিফ হোসেন, নাসুম আহমেদ এবং শরিফুল ইসলাম। বিদেশি খেলোয়াড় হিসেবে ডিরেক্ট সাইনিংয়ে যুক্ত হয়েছেন কেনার লুইস ও বেনি হাওয়েল।

ডিরেক্ট সাইনিংয়ে মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনা। বাংলাদেশ দলের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে চুক্তি করেছে ঢাকা। সাকিব আল হাসান বরিশালে, মোস্তাফিজুর রহমানকে কুমিল্লা, তাসকিন আহমেদকে নিয়েছে সিলেট।