চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্লুকোমা: নীরবে অন্ধ করে দেয় চোখ

এমনিতে বোঝার কোন উপায় নেই। ধীরে ধীরে নষ্ট করে দেয় দেখার ক্ষমতা। এ এক নীরব ঘাতক। মানুষকে অন্ধ করে দেয়। এ রোগে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছেন অনেক মানুষ। এই অন্ধত্বকারী রোগের নাম গ্লুকোমা। গ্লুকোমা অন্ধত্বের দ্বিতীয় বৃহত্তম কারণ।

১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সারা পৃথিবীতে পালিত হচ্ছে গ্লুকোমা সপ্তাহ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল আয়োজন করে সচেতনতার জন্য র‍্যালি। হাসপাতালে বিনামূল্যে গ্লুকোমা পরীক্ষার মাধ্যমে চিকিৎসাও দেয়া হয় রোগীদের। এই আয়োজনটি উদ্বোধন করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা।

অধ্যাপক ডা. গোলাম মোস্তফা চ্যানেল আই অনলাইনকে বলেন, গ্লুকোমা রোগে চোখের ভেতর চাপ বেড়ে গিয়ে চোখের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, ফলে দৃষ্টির পরিসীমা ধীরে ধীরে কমতে থাকে। সঠিক সময়ে চিকিৎসা না পেলে রোগী অন্ধ হয়ে যেতে পারে।