চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্রুপ ডি: সেরা ইংল্যান্ডের সঙ্গে ষোলোয় ক্রোয়েশিয়া

ভালো সুযোগ আছে চেক রিপাবলিকেরও

ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘ডি’র নকআউটের হিসাব-কিতাব শেষ হয়েছে। গ্রুপসেরা হয়ে পরের পর্বে গেছে ইংল্যান্ড, সেরা ষোলোয় জায়গা করে নিয়েছে টেবিলে রানার্সআপ ক্রোয়েশিয়া।

টেবিলের তিনে থাকা চেক রিপাবলিকেরও সুযোগ আছে নকআউটের, তাদের অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

গ্রুপ ‘ডি’র শেষ রাউন্ডে রাহিম স্টার্লিংয়ের গোলে চেক রিপাবলিককে ১-০তে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট ঘরে তুলে গ্রুপের শীর্ষে থেকে সেরা ষোলোয় গেছে ইংলিশরা।

শেষ রাউন্ডে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। একটি করে জয়-ড্র-হার দেখে বিশ্বকাপের বর্তমান রানার্সআপদের পয়েন্ট ৪, তাদের সমান ম্যাচে ৪ পয়েন্ট চেক রিপাবলিকেরও, কিন্তু গোলপার্থক্যে টেবিলের তিনে তারা। স্কটিশদের পয়েন্ট ১।

সেরা ষোলোর টিকেট পেতে চেক রিপাবলিককে এখন অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর খেলা শেষ হওয়া পর্যন্ত। আসরে ছয় গ্রুপে ভাগ হয়ে লড়ছে ২৪ দেশ। গ্রুপসেরা ও রানার্সআপরা সরাসরি পরের পর্বে যাবে, ছয় গ্রুপের সেরা চার তৃতীয় দলও যাবে ষোলোয়। সেই হিসাব মিললে নকআউটে খেলবে চেজেনরা। নয়ত ধরতে হবে বাড়ির পথ।