চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্রাফিটি: দেওয়ালের গায়ে বার্তা

পৃথিবীজুড়ে আলোচিত শিল্পকর্মের নাম গ্রাফিটি। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র চট্টগ্রাম মেডিক্যাল কলেজের দেয়ালগুলো দাঁড়িয়ে আছে আবেগ আর অনুভূতির কংক্রিট হয়ে। দেয়ালগুলোতে আছে বিরহ, প্রেম, ভালোবাসা, বিদ্রোহ, প্রতিবাদ আর বিপ্লবের বাণী।

মাল্টিমিডিয়া জার্নালিজম এখন একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার ও প্রকাশের ধরন। প্রযুক্তি সহায়ক হিসেবে মোবাইলে ধারণ করা ভিডিও এবং ছবির সমন্বয়ে এ ধরনের সাংবাদিকতার প্রকাশ প্রাথমিক প্রয়োজনের জায়গায় রয়েছে। চ্যানেল আই অনলাইন তার প্রথম দিনের পথচলা থেকে মাল্টিমিডিয়া জার্নালিজমকে অত্যন্ত অপরিহার্য হিসেবে দেখেছে এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ একটি মাল্টিমিডিয়া নিউজরুম নির্মাণেরও স্বপ্ন দেখে এই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেরাই মোবাইলে কিছু নিউজ স্টোরি করেছে। তাদের স্টোরিগুলোর প্রচারে সহযোগিতা করছে চ্যানেল আই অনলাইন। বিদ্যাজাগতিক প্রতিষ্ঠানের সঙ্গে গণমাধ্যমের মেলবন্ধনে নতুন সংযোজন মোজো স্টোরিস। এ মোজো স্টোরিটি করেছে আনোয়ার কানন।