চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গোল ঠেকালেন, আবার গোল করেও ম্যাচ জেতালেন গোলরক্ষক

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডের ‘সান্ত্বনা’

উয়েফা নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয়তা শেষে জয় পেয়েছে ইংল্যান্ড। রোববার টাইব্রেকারে সুইজারল্যান্ডকে ৬-৫ ব্যবধানে হারিয়েছে থ্রি-লায়ন্সরা। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড গোল ঠেকানোর পাশাপাশি গোল করেও নায়ক।

পর্তুগালের মাঠে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও কোনো দল জাল খুঁজে না পেলে খেলা গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য-পরীক্ষায়। গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের নৈপুণ্যে তাতে জয় হয় ইংল্যান্ডের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

পেনাল্টিতে প্রথমে দুই দলই পাঁচটি শটেই লক্ষ্যভেদ করে। এরপরই নায়কের ভূমিকায় অবতীর্ণ হন পিকফোর্ড। ষষ্ঠ শটে গোল করে ইংল্যান্ডকে ৬-৫ ব্যবধানে এগিযে নেন এভারটনের গোলরক্ষক। পরে জসিপ ড্রামিকের শট রুখে দিয়ে ইংল্যান্ডকে আনন্দে ভাসান পিকফোর্ডই।

শুক্রবার সেমিফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়া ইংল্যান্ডের জন্য এই জয় সান্ত্বনা হয়েই এসেছে। রোববার রাতেই নেশনস লিগের ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।