চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিখোঁজের দুইদিন পর পুকুরে মিললো শিশুর মরদেহ, অভিযুক্ত গ্রেপ্তার

অপহরণের দুইদিন পর গোপালগঞ্জের মুকসুদপুরের চতুর্থ শ্রেণির ছাত্র স্যামুয়েল সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে  রিংকু মজুমদারকে আটক করেছেন পুলিশ। 

রোববার দুপুরের পর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সাথে জড়িত অপহরনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদ ও অপহরনকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।

নিহত স্যামুয়েল সরকারের পারিবারের বরাত দিয়ে থানার ওসি মোস্তফা কামাল পাশা সাংবাদিকদের জানিয়েছেন, মুকসুদপুর উপজেলার কলিগ্রাম গ্রামের দানিয়াল সরকারের ছেলে ও তালভেড়ী মিশনারী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র স্যামুয়েল সরকারকে (৯) গত শুক্রবার সকাল ৯ টায় একই এলাকার প্রভাষ মজুমদারের ছেলে রিংকু মজুমদার (৩০) পাখি মারার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

এরপর থেকেই স্যামুয়েল নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রোববার সকালে এলাকাবাসি উক্ত ইউনিয়নের কৃষ্ণনগরের দাউদ রত্নের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতর লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মা জুলিয়া টিয়া সরকার অভিযোগ করে বলেছেন, গত শুক্রবার সকাল ৯ টার দিকে আমার ছেলে স্যামুয়েলকে একই এলাকার রিংকু মজুমদার পাখি মারার কথা বলে ডেকে নিয়ে যায় । এর পর সে আর বাড়ীতে ফিরে আসেনি। আমার একমাত্র ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।

লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকাবাসি রিংকুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

ওসি মোস্তফা কামাল পাশা বলেছেন, অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করেছি।  হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে আটক রিংকুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।