চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘গেম অব থ্রোনস’ হ্যাকে অভিযুক্ত এক ইরানি

যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল এইচবিও’র কম্পিউটারে অনুপ্রবেশ এবং গেম অব থ্রোন চুরি করে মুক্তির আগেই তা প্রকাশ করার দায়ে এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে যাচ্ছে দেশটির বিচার বিভাগ।

বেহজাদ মেসরি নামের এই ইরানির বিরুদ্ধে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, অভিযুক্ত বেহজাদ ইরানের সামরিক বাহিনীতে কাজ করতেন। সেসময় মার্কিন ওয়েবসাইট ডিফ্যাসিং করার এক ক্যাম্পেইনেও তিনি যুক্ত ছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

অভিযোগে বলা হয়, এ বছরের মে মাস থেকেই তিনি এইচবিও’র কম্পিউটার নেটওয়ার্কে আনাগোনা শুরু করেন। এর পরের কয়েক মাসে তিনি প্রতিষ্ঠানটির একাধিক কর্মীর অ্যাকাউন্টে প্রবেশ করতে সমর্থ হন। আর এর ফলে তিনি খুব সহজেই প্রতিষ্ঠানটির সার্ভারে প্রবেশাধিকার পেয়ে যান।

এর কয়েক সপ্তাহ পর ১.৫ টেরাবাইট ডাটা চুরি করেছেন বলে ঘোষণা দেন বেহজাদ। সেইসাথে এইচবিও হ্যাক করা হয়েছে, এমনটি লিখে ইমেইল পাঠান প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে।

তবে এইচবিও তাকে কোনো অর্থ পরিশোধ করেছে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি আদালতে দাখিল করা নথি থেকে।