চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গুয়েতেমালায় ধর্ষণের দায়ে দুই সেনার ৩৬০ বছর কারাদণ্ড

গুয়াতেমালায় ধর্ষণ ও হত্যার দায়ে সাবেক দুই সেনা সদস্যকে ৩৬০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত।

যৌন সহিংসতার বিষয়ে গুয়াতেমালার ইতিহাসে সেনা সদস্যের উপর এটি প্রথম শাস্তির আদেশ। তাদের বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে শারীরিক নির্যাতন, যৌনদাসী করে রাখা এবং হত্যার প্রমাণ পাওয়া গেছে।

এদের মধ্যে ফ্রান্সিসকো রায়েস গিরন নামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ১৫ জন নারীকে আটকে যৌন ও গৃহদাসী করে রাখার পাশাপাশি এক নারীকে তার দুই মেয়েসহ হত্যার অভিযোগ প্রমাণিত হয়।

অন্য আসামী, সেনাবাহিনীর হয়ে কাজ করা প্যারামিলিটারি সদস্য হেরিবার্তো ভালদেজ আসিজ একই অপরাধের পাশাপাশি আরো ৭ জনকে গুম করার দায়ে শাস্তি পান।

কারাদণ্ডাদেশের পরই আদালত প্রাঙ্গণে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ।

এই ঐতিহাসিক রায় নারীর প্রতি সহিংসতা রোধে নতুন পদক্ষেপ বলে মন্তব্য করেছেন গুয়াতেমালার নোবেলজয়ী মানবাধিকারকর্মী রিগোবারতা মেনচু।