চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গুলি করলো বিজিবি-বিএসএফ, লাগলো না কারো গায়ে

রাইফেল হাতে প্রস্তুত বিজিবির সদস্য। একইভাবে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে বিএসএফ সদস্যরাও। গুলি করলো বিজিবি। থেমে নেই বিএসএফ সদস্যদের রাইফেলও; তারাও পাল্টা গুলি করলো। তবে সেই গুলি লাগলো না কারো গায়ে।

না, এটা সত্যিকারে গোলাগুলি নয়; শুটিং প্রতিযোগিতা। মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে শুরু হয় প্রীতি শুটিং প্রতিযোগিতা।

ভারতের জলপাইগুড়িতে বিএসএফের গোল্ডেন জুবিলী সেলিব্রেশন উপলক্ষে এ প্রতিযোগিতা শুরু হয়।

এতে অংশ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও বর্ডার সিকিউরিটি ফোর্স এর দুটি দল। দুই দেশের পতাকার রঙে রাঙানো বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়।

তিনদিন ব্যাপী উৎসবে বাংলাদেশ দলে নেতৃত্ব দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত পরিচালক মেজর নুরুদ্দিন।

এ ধরণের প্রতিযোগিতা দুই দেশের মাঝে সৃষ্ট সংকট কাটাতে শক্তিশালী ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।