চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গুলশান হামলায় নিহত ৫ জঙ্গি ও শেফের লাশ ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন

গুলশানের হলি আর্টিজানে নিহত ৫ জঙ্গির মরদেহ রাজধানীর জুরাইন কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। হলি আর্টিজানের শেফ সাইফুলের লাশও দাফন করা হয়েছে। স্বজনরা অস্বীকৃতি জানানোয় লাশগুলো দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলাম-এর কাছে হস্তান্তর করার পর জুরাইনে তাদের দাফন করা হয়।

পাঁচ জঙ্গি হলো রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর এ হায়াৎ কবীর, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল।  

পরিবার-স্বজনরা লাশ গ্রহণ না করায় এতোদিন লাশগুলো সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে ছিলো। লাশগুলো দাতব্য সংস্থা আঞ্জুমানে মফিদুল ইসলাম-এর কাছে হস্তান্তরের আগে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। স্বজনরা কেউ লাশগুলো নিতে রাজি না হওয়ায় এসব লাশ সংস্থাটির কাছে হস্তান্তর করে পুলিশ।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত ৫ জঙ্গির লাশের ময়নাতদন্তের দু’মাসেরও বেশি সময় পাড় হওয়ার পর লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।