চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গুরুতর অপরাধী ৪০০ তালেবানের মুক্তি অনুমোদন করেছে আফগান সরকার

তালেবান ও সরকারের মধ্যকার শান্তি-সমঝোতার অংশ হিসেবে গুরুতর অপরাধে জড়িত ৪০০ তালেবান যোদ্ধাকে মুক্তির ব্যাপারে অনুমোদন করেছে আফগান অ্যাসেম্বলি লয়া জিরগা।

লয়া জিরগা জানায়, তালেবান ও সরকারের মধ্যে শান্তি আলোচনার প্রতিবন্ধকতা দূর করতে এমন সিদ্ধান্ত।

বিবিসি বলছে, লয়া জিরগার অনুমোদনের পর আজ দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি মুক্তির একটা ফরমানে স্বাক্ষর করার কথা রয়েছে।

এর আগে ৪০০ তালেবান সদস্যকে মুক্তি দেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কাবুলে শুক্রবার থেকে তিন দিনের এক জমায়েতে অংশ নেয় হাজার আফগান নাগরিক। ওই ৪০০ তালেবানের মধ্যে এমন ব্যক্তিও রয়েছে, যাদের হামলায় বহু আফগান ও বিদেশির মৃত্যু হয়েছে।

এই বছরের শুরুর দিকে আমেরিকা ও তালেবান আফগানিস্তানের ১৯ বছরের দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়। এই চুক্তিটি আফগান সরকার এবং তালেবানদের মধ্যে আলোচনার পথ প্রশস্ত করার উদ্দেশ্যে হয়েছিল।

সেই শান্তি চুক্তির অংশ হিসেবে কাবুল ইতোমধ্যেই প্রায় পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে।

সমঝোতার অংশ হিসেবে নভেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনা সংখ্যা ৫ হাজারের নিচে নামিয়ে আনার ঘোষণা দেয়।

২০০১ সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে ক্ষমতাসীন তালেবানকে আফগানিস্তানের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর এই গোষ্ঠীটি ক্রমে শক্তি সঞ্চয় করে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে।