চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গাড়ি ছেড়ে হেঁটে অফিসে যান: বাজি নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে কঙ্গনা

বায়ু দূষণ কমাতে ভারতের অনেক শহরেই এবারে হিন্দুদের দেওয়ালি উৎসবের সময় আতসবাজি পোড়ানো নিষিদ্ধ করেছে আদালত। আতসবাজি থেকে নির্গত ধোঁয়া দূষণ সৃষ্টি করে, সে কারণেই এই ব্যবস্থা। কিন্তু আদালতের এই পদক্ষেপে অনেকে ক্ষুব্ধ, কারণ আতসবাজি ফাটিয়ে এই একটি দিন আলোর উৎসব পালন করাটা দীর্ঘদিনের ঐতিহ্য। আপত্তি জানিয়েছেন কঙ্গনাও।

দীপাবলিতে যারা আতশবাজি পোড়ানোর বিপক্ষে, তাদের উদ্দেশে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন কঙ্গনা। অভিনেত্রী লিখেছেন, ‘দীপাবলির দূষণ নিয়ে যারা চিন্তিত, তারা তিন দিন গাড়ি ব্যবহার না করে হেঁটে অফিসে যান।’

এর আগে রিয়া কাপুর দীপাবলিতে আতশবাজি পোড়ানোর বিপক্ষে কথা বলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বাজি পোড়ানো শুধুমাত্র সেকেলেই নয়, এটি মূর্খতা। বিবেচনাহীন এবং দায়িত্বজ্ঞানহীন কাজ। এটি বন্ধ করুন, এখনই।’

আতসবাজি যেসব উপকরণ দিয়ে তৈরি হয়, তা থেকে যে মারাত্মক বায়ু এবং শব্দ দূষণ হয়, সে কথা পরিবেশবিদরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দীপাবলির সময় শ্বাসকষ্ট বা ফুসফুসের রোগীদের অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। গত কয়েকবছর বাজি ফাটানো নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। তারই জের ধরে আদালত বিভিন্ন রাজ্যে বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পিঙ্ক ভিলা