চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গার্হস্থ্য অর্থনীতি কলেজের মেয়েদের মূল যে দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সব গার্হস্থ্য অর্থনীতি কলেজকে একীভূত করে পূর্ণাঙ্গ ইউনিট অথবা ইনিস্টিটিউট করার দাবি জানিয়েছে গার্হস্থ অর্থনীতির শির্ক্ষাথীরা।

একই সঙ্গে সব গার্হস্থ্য অর্থনীতি কলেজে শুধু মেয়েদের পরিবর্তে ছেলেদেরও পড়ার সুযোগ দিতে সহ-শিক্ষা কার্যক্রম চালুর দাবি তাদের।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সরকারি-বেসরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৯টায় গ্রীনরোড কলেজের সামনে সমাবেশ করার ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনকারীদের পক্ষে এসব দাবির যৌক্তিকতা তুলে ধরে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী সুচিতা সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন,‘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হলেও অধিংকাশ সময় আমাদেরকে পরিচয় সংকটে পড়তে হয়। যেহেতু কলেজ তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমন প্রশ্ন শুনতে হয়। আমাদের পরিচয়পত্রেও লেখা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত। অথচ বাস্তবতা এখনো ভিন্ন। এজন্য আমরা চাই শুধু আজিমপুরের সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজ নয় বরং সব গার্হস্থ্য অর্থনীতি কলেজকে যেনো একত্রিত করে একটি ইউনিট করা হয়। এজন্য দরকার ছেলে-মেয়ে সম্মিলিত শিক্ষার। তাই আমরা সম্মিলিত শিক্ষার সুযোগ দেয়ার দাবি জানিয়েছি’।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস চ্যানেল আই অনলাইনকে বলেন,‘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ছাত্রীদের সঙ্গে প্রতারণা, বিভ্রান্তি রুখতেই তাদের দাবিকে সমর্থন করছি আমরা। পাশাপাশি বিশ্বের অন্যান্য গার্হস্থ্য অর্থনীতি শিক্ষাঙ্গনের মতো দেশেও ছেলে-মেয়েদের সম্মিলিত শিক্ষা ব্যবস্থার দাবিটিও যৌক্তিক’।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো হচ্ছে- গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর), বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (গ্রীনরোড), ন্যাশনাল কলেজ অব হোম ইকোনোমিক্স (লালমাটিয়া), ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (ময়মনসিংহ)। এর মধ্যে আজিমপুর ক্যাম্পাস ছাড়া বাকি তিনটি কলেজ বেসরকারি।