চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘গার্দিওলার প্রভাবেই ইংলিশদের সাফল্য’

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। দলের এমন সাফল্যের পেছনে পেপ গার্দিওলার প্রভাব দেখছেন ইংলিশদের সাবেক তারকা পল স্কোলস। আর এ ব্যাপারে কোনও সন্দেহ নেই ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডারের।

স্কোলসের মতে, প্রিমিয়ার লিগে সেরা ফুটবলটা খেলে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সিটি আর ইংল্যান্ডের সাফল্যে কোনও কাকতালীয় বিষয়ও দেখছেন না তিনি।

স্কোলস বলেন, ‘সাউথগেট (ইংল্যান্ড কোচ) গার্দিওলার কাছে যেতেন এবং দেখতেন ফুটবল নিয়ে তিনি কি করেন।’

এরপরই ম্যানইউ সাবেক তারকার সংযোজন, ‘জাতীয় দলে স্পষ্টই গার্দিওলার প্রভাব রয়েছে। এটা তাকালেই দেখা যায়। দলের তিনজন সেন্টার-ব্যাক এবং গোলকিপার সিটিতেই খেলেন।’

‘একজন ইংলিশ ও ইংল্যান্ডের সাবেক ফুটবলার হিসেবে সম্ভব্য সেরা ফুটবলটাই দেখতে চাই,’যোগ করেন স্কোলস।

স্পেনের প্রসঙ্গ টেনে স্কোলস বলেন, ‘স্পেন সেরা ফুটবল খেলে, ম্যানচেস্টার সিটিও সেরাটা খেলে। কেন এই ধরনের ফুটবল কপি করার চেষ্টা করবেন না?’