চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গার্ড অব অনারে নারী ইউএনও না রাখার সুপারিশ নিয়ে সংসদে সমালোচনা

বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেয়ার সময় নারী ইউএনও’র বিকল্প চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়ন না করতে দাবি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য রাশেদ খান মেনন।

এছাড়া চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

জাতীয় সংসদে তারা এসব দাবি জানান।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের পর ৪টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। ২০২১-২২ অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য রাশেদ খান মেনন করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির রোডম্যাপের দাবি জানান। সেসময় তিনি বলেন, হেফাজতে ইসলামের তাণ্ডবের সাথে যে বিএনপি জড়িত তা এখন প্রমাণিত।

পরে আইন প্রণয়ন কার্যাবলীর সময়ে বক্তব্য দেওয়ার সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, দেশে আইন হয় কিন্তু প্রয়োগ হয় না। সেসময় তিনি চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন।

অন্যদিকে জাতীয় সংসদে আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন, ১৯৮৯ রহিত করে আয়োডিনযুক্ত লবণ বিল ২০২১ পাস হয়েছে।