চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গান, অভিনয় আর কথামালায় খালেদ খানের জন্মদিনের অনুষ্ঠান

সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ খানের ৬০তম জন্মবার্ষিকী ছিল ৯ ফেব্রুয়ারি। কিন্তু তা উদযাপন করা হলো আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ শনিবার সন্ধ্যায় যুবরাজ সংঘের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদ খানের স্ত্রী মিতা হক, মেয়ে ফারহিন খান জয়িতা, লাকি ইনাম, কাজী আনিস আহমেদ, মাসুম রেজা, আফসানা মিমি, আবু সাইয়ীদ ও শম্পা রেজা। খালেদ খান অভিনীত মঞ্চ ও টিভি নাটকের স্থির চিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। মঞ্চস্থ হয় খালেদ খান অভিনীত নাটকের অংশবিশেষ। ‘ঈর্ষা’ নাটক থেকে পাঠ করেন শাহীন খান, ‘পুতুল খেলা’ নাটকের অংশবিশেষ পরিবেশন করে কণ্ঠশীলন।

খালেদ খানকে স্মরণ করে পরিচালক আবু সাইয়ীদ বলেন, ‘খালেদ খান ছিলেন বহুমুখী অভিনেতা। খল বা ইতিবাচক যে কোনো চরিত্রের ভেতর তিনি মিশে যেতেন। পরিপূর্ণ সন্তুষ্ট না হলে তিনি হাল ছাড়তেন না। তার চলে যাওয়া মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে বিরাট শূণ্যতা সৃষ্টি হয়েছে। যা পূরণ হওয়ার নয়।’

আফসানা মিমি বলেন, ‘খালেদ ভাইয়ের সঙ্গে আমার শ্রদ্ধা, বন্ধুত্ব ও দ্বন্দের একটা মিশ্র সম্পর্ক ছিল। যেটা আসলে ব্যাখ্যা করা সম্ভব নয়। দুঃখজনক হলেও সত্য, আমার জন্মদিনে উনি চলে যান। তিনি বাইরে থেকে দেখতে যেমন গম্ভীর ছিলেন, আড্ডায় সেটা বোঝা যেত না। যে কোনো বিষয়ে আড্ডার সব আলো কেড়ে নিতেন তিনি।’

অনুষ্ঠানে গান পরিবেশন করেন মিতা হক ও তার সংগঠন সুরতীর্থ, জয়িতা, মামুন জাহিদ। নৃত্য পরিবেশন করেন শর্মীলা বন্দ্যোপাধ্যায়।

খালেদ খান ১৯৫৮ সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।