চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গানেই যার প্রাণ

গানেই বেঁচে থাকবেন কালজয়ী শিল্পী আব্দুল জব্বার। কিংবদন্তির প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা…

‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’-এরকম জনপ্রিয় দেশাত্মবোধক গান ছাড়াও ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘ও রে নীল দরিয়া’ কিংবা ‘পীচঢালা এই পথটারে ভালোবেসেছি’র মতো অসংখ্য আধুনিক বাংলা গানের সাথে জড়িয়ে আছে কিংবদন্তি শিল্পী আব্দুল জব্বারের নাম। ১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি(সূত্র: উইকিপিডিয়া) জন্ম নেয়া এই গুণী শিল্পী মৃত্যু বরণ করেন ২০১৭ সালের ৩০ আগস্ট। সেই হিসেবে বৃহস্পতিবার (৩০ আগস্ট) তার প্রথম মৃত্যু বার্ষিকী। মৃত্যুদিনে তাকে শ্রদ্ধা।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে গেছেন এই কিংবদন্তি। তার মৃত্যুদিনে তাকে স্মরণ করার, তাকে শ্রদ্ধা জানানোর একমাত্র মাধ্যম গান।এমনটাই মনে করে চ্যানেল আই অনলাইন। গানের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন হাজার বছর। মৃত্যুদিনে তার গাওয়া কালজয়ী কিছু গান নিয়ে এই আয়োজন:

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি:

বন্ধু তুমি শত্রু তুমি:

তারা ভরা রাতে:

ওরে নীল দরিয়া:

পীচঢালা এই পথটারে ভালোবেসেছি:

তুমি আমার মা:

তুমি কি দেখেছো কভু: