চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গাজীপুরে আগুনে পুড়লো ২ শতাধিক বসতঘর

গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি কলোনীর দুই শতাধিক বসতঘর পুড়ে গেছে।

রোববার রাতে হুমায়ুন মিয়ার কলোনী থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের কলোনীতে ছড়িয়ে পড়ে। এতে পাশের কলোনীগুলোর দুই শতাধিক বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ঘণ্টা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকার সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে পাশাপাশি কমপক্ষে ২০টি টিন সেট কলোনী তৈরি করা হয়। রাত ৮টার দিকে হুমায়ুন কবিরের কলোনী থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের ৮টি কলোনীতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পাশ্ববর্তী একটি নীটওয়ার কারখানা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।