চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গাজায় জাতিসংঘের স্কুলে হামলা চালিয়েছিলো ইসরাইল

গাজায় ২০১৪ সালে যুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘ স্থাপিত কয়েকটি স্কুলে হামলা ও গুলি চালিয়েছিলো ইসরাইল। যার ফলে অন্ততপক্ষে ৪৪ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়।

স্কুলগুলোকে ফিলিস্তিনি যোদ্ধারা অস্ত্র রাখার কাজে ব্যবহার করতো এই অজুহা‌তে সেখানে ইসরাইল হামলা করলে বেসামরিক ফিলিস্তিনিরা নিহত হয়। জাতিসংঘের সাম্প্রতিক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে।

হামলার সময়ে স্কুলগুলো বন্ধ ছিলো। কিন্তু সেগুলোকে নিরাপদ মনে করে ফিলিস্তিনি লোকজন সেখানে আশ্রয় নিয়েছিলো। ফিলিস্তিনি যোদ্ধারাও স্কুলগুলোকে ক্যাম্প হিসেবে ব্যবহার কর‌তো।

২০১৪ সালে গাজায় সংঘর্ষে দুই হাজার একশ’ ফিলিস্তিনি নিহত হয় যাদের বে‌শিরভাগই বেসামরিক নাগরিক। সেসময় ইসরাইলের ৬৭ সেনা এবং ছয় বেসামরিক ইসরাইলি নিহত হয়।