চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গাছ চাপায় আহত রিক্সাচালকের পাশে চ্যানেল আই

রিক্সায় করে বাড়ি ফেরার পথে গাছ চাপা পড়ে নিহত চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর রিক্সাচালকের চিকিৎসার দায়িত্ব নিয়েছে চ্যানেল আই। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন. রিক্সাচালক জলিল শঙ্কামুক্ত তবে তার মেরুদণ্ডের আঘাত গুরুতর।

সোমবার ধানমন্ডির চার নম্বর সড়ক দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত নির্মাতা এবং গুণী শিল্পী খালিদ মাহমুদ মিঠু। হঠাৎ একটি গাছ উপড়ে রিকশার উপর পড়ে। আহত মিঠুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত রিক্সাচালক জলিলকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসার খরচ মেটাতে না পেরে ওইদিনই স্বজনরা তাকে ঢাকার বস্তিবাড়িতে নিয়ে যান।

জীবিকার খোঁজে রংপুর থেকে ঢাকায় এসেছেন ৩৭ বছর বয়সী রিক্সাচালক জলিল। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন মোহাম্মাদপুরের শেখেরটেকের বস্তিতে। দুর্ঘটনার পর থেকে চিকিৎসাতো দূরের কথা, তিনবেলা ভালোভাবে খাবারও জোটেনি। আর কোনো উপায় না পেয়ে পরিবারসহ রংপুর ফিরে যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছিলেন জলিল।

জলিলের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, ওই অবস্থায় বাড়িতে এনে থুইছি। কোনো টাকা নাই। কিছু নাই। ক্যামনে চিকিৎসা করবো?

জলিলের স্ত্রী দুলালী বেগম বলেন, এখন ক্যামনে কি করবো সেই চিন্তাতেই তো বাঁচি না।

এমন অবস্থায় তাকে খুঁজে বের করে জলিলের পাশে দাঁড়িয়েছে চ্যানেল আই। চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে পঙ্গু হাসপাতালে।

চিকিৎসকরা জানান, জলিল শঙ্কামুক্ত হলেও দুর্ঘটনায় তিনি মেরুদণ্ড এবং ঘাড়ের হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন।

চিকিৎসক মফিজুর রহমান বলেন, পরীক্ষা-নীরিক্ষা, ডিজিটাল এক্সরে, এমআরআই করার পরে আরো নিশ্চিতভাবে উনার সমস্যাগুলোর কথা বলতে পারবো। 

ঘটনার পর তিন দিন পর্যন্ত কোনো চিকিৎসা না হওয়ায় তার অবস্থা জটিল হয়েছে বলে জানান তারা।

শনিবার পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রেখে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জলিলের চিকিৎসক।