চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নসিমন ও একটি বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৪ জন।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণ বাসস্ট্যান্ডের সরকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের রাজু, জাকির ও খসরু। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, গাইবান্ধাগামী একটি নসিমনের সাথে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের তিনজন যাত্রী মারা যায় ও ১০ জন আহত হয়।  পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরো ছয়জন মারা যায়।

তিনি আরো বলেন, কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাসটিকে আটক করা সম্ভব হয়েছে। কিন্তু বাসের চালক পালিয়ে গেছে।

তাছাড়া যশোর, নাটোর ও কক্সবাজারে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরো ৪ জন।