চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গাইবান্ধার চরাঞ্চলে প্রথমবারের মতো সূর্যমুখি ফুল চাষ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে প্রথমবারের মতো সূর্যমুখি চাষ হয়েছে। ভাল ফল এলে  আগামিতে আরও বড় পরিসরে সূর্যমুখির চাষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। 

গাইবান্ধার এক সময়ের ধু ধু পতিত চরাঞ্চলে এখন নানা ফল ফসলের সমারোহ। নানা ধরনের ফসল চাষের পাশাপাশি ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনার চরের কৃষক এবছর প্রথমবারের মতো তেল জাতীয় ফসল সূর্যমুখি চাষ করেছেন। নভেম্বর এবং সেপ্টেম্বর মাসে লাগানো সূর্যমুখি ফুল ফলন দেয় এপ্রিল এবং মে মাসে।

সূর্যমুখি চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশা করছেন কৃষক। খরিপ ও রবি মৌসুমে সূর্যমুখি চাষ হয় বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। এ ফসলে রোগবালাই কম। বিঘায় আট থেকে ১০ হাজার টাকা খরচ করে কৃষকের লাভ থাকে ১৮/১৯ হাজার টাকা।

সূর্যমুখি ফুল চাষ করে প্রতি হেক্টরে ফলন পাওয়া যায় দুই মেট্রিক টন। সূর্যমুখি ফুল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দিতে মাঠ দিবসের আয়োজন করছে স্থানীয় কৃষি বিভাগ।