চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গরিবের বন্ধু রংপুরের মারুফ কেইন

মেরিনা লাভলী, রংপুর প্রতিনিধি: রাস্তা-ঘাটে পড়ে থাকা নাম-পরিচয়হীন অসুস্থ মানুষদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের মারুফ কেইন। গ্রামের খেটে খাওয়া মানুষের সহযোগিতায় সেবাশ্রম গড়ে তুলে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাচ্ছেন তিনি। এ কার্যক্রম আরো গতিশীল করতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

মায়ের কথায় নিজের কেনা জমিতে সংকটাপন্ন মানুষদের জন্য সেবাশ্রম খুলেছেন মারুফ কেইন। এনজিওতে কাজ করার সুবাদে মানুষকে সেবা প্রদানের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি।

গ্লোরি চ্যারিটেবল অর্গানাইজেশন নামে এ প্রতিষ্ঠানে ৫ জনের সেবা প্রদানকারী দল এরই মধ্যে চিকিৎসা ও সেবা দিয়ে ৩০ জন বঞ্চিত মানুষকে সুস্থ করে তুলেছেন।

মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানো এ কার্যক্রম দেখে অভিভূত জনপ্রতিনিধিরাও। অসহায় মানুষের সেবাদানে সহযোগিতার জন্য সরকারের সুদৃষ্টি কামনাসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এ উদ্যোক্তার।

রংপুর নগরী থেকে ৫০ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় হাসিনা নগরে ২০১২ সালে কয়েক বন্ধুর সহায়তায় সংগঠন খোলেন মারুফ।

নিজের কেনা ৭ শতক জমির উপর গ্রামের মানুষের সহায়তায় আধাপাকা ঘরেই চলছে তার কার্যক্রম।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টটে: