চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গথাম অ্যাওয়ার্ডে সেরা ‘নোম্যাডল্যান্ড’

১১ জানুয়ারি নিউ ইয়র্কে বসেছিল ৩০ তম গথাম অ্যাওয়ার্ডের আসর। এবারের আসরে সেরা ফিচার বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ক্লোয়ি ঝাও পরিচালিত ‘নোম্যাডল্যান্ড’।

১১টি বিভাগে পুরস্কার দেয়া হয়েছে। এছাড়াও সম্মানিত করা হয়েছে চ্যাডউইক বোজম্যান, ভায়োলা ডেভিস, স্টিভ ম্যাকুইন, রায়ান মারফি এবং ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ এর পুরো দলকে। বোজম্যানের পুরস্কারটি গ্রহণ করেছেন তার স্ত্রী টেলর সিমোন লেডওয়ার্ড বোজম্যান।

ইতিহাসে প্রথমবারের মতো সেরা ফিচার বিভাগে মনোনয়ন পাওয়া সবগুলো ছবির নির্মাতাই নারী।

এক নজরে দেখে নিন জয়ীদের তালিকা:

সেরা ফিচার: নোম্যাডল্যান্ড
সেরা অভিনেতা: রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল)
সেরা অভিনেত্রী: নিকোল বেহারি (মিস জুনটিন্থ)
সেরা ডকুমেন্টারি: অ্যা থাউজেন্ড কাটস, টাইম
সেরা ইন্টারন্যাশনাল ফিচার: আইডেন্টিফাইং ফিচারস
বিনহ্যাম রে ব্রেকথ্রু ডিরেক্টর অ্যাওয়ার্ড: অ্যান্দ্রু প্যাটারসন (দ্য ভাস্ট অব নাইট)
সেরা স্ক্রিনপ্লে: রাধা ব্ল্যাঙ্ক (দ্য ফোরটি-ইয়ার-ওল্ড ভার্সন), ড্যান সাল্লিত (ফরটিন)
ব্রেকথ্রু অভিনেতা: কিংসলে বেন-আডির (ওয়ান নাইট ইন মিয়ামি)
ব্রেকথ্রু সিরিজ: ওয়াচম্যান
দর্শকের বিবেচনায় সেরা: নোম্যাডল্যান্ড